যৌথ অভিমানের পাল্লা ভারী হওয়ার পরেও
পরষ্পরের দিকে তাকিয়ে সুখস্মৃতি রোমন্থন করে বাকী জীবন কাটিয়ে দেবার নাম সংসার।
যৌথ অভিযোগের পরিমান পাহাড় সমান হওয়ার পরেও
পরষ্পরের ভুলগুলোকে ফুল ভেবে প্রতিদিন তার পরিচর্যা করে বাকী জীবন কাটিয়ে দেবার নাম সংসার।
পরষ্পরের দিকে তাকিয়ে সুখস্মৃতি রোমন্থন করে বাকী জীবন কাটিয়ে দেবার নাম সংসার।
যৌথ অভিযোগের পরিমান পাহাড় সমান হওয়ার পরেও
পরষ্পরের ভুলগুলোকে ফুল ভেবে প্রতিদিন তার পরিচর্যা করে বাকী জীবন কাটিয়ে দেবার নাম সংসার।
যৌথ অবিশ্বাসের গভীর ঘন আশংকার মেঘ জমে জমে যদি তুমুল ঝড় ওঠে
পরষ্পরের সহানুভূতির আবেগ আর মমতাকে আশ্রয় করে ঐসব তুমুল ঝড়ের দিনগুলোতে আস্থার ভেলায় ভাসতে পারার নামই সংসার।
বারিদ কান্তার
০১/০৮/২০১৮
পরষ্পরের সহানুভূতির আবেগ আর মমতাকে আশ্রয় করে ঐসব তুমুল ঝড়ের দিনগুলোতে আস্থার ভেলায় ভাসতে পারার নামই সংসার।
বারিদ কান্তার
০১/০৮/২০১৮
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন