ঝুম বৃষ্টি হলে গুম হতে চাই চঞ্চলা প্রতিটি ফোঁটায়। ঝুম বৃষ্টি হলে লুটোপুটি খেতে চাই দুষ্টোমী মেশানো শৈশবের মায়ায়। ঝুম বৃষ্টি হলে লিখে দিতে চাই এক পুকুর জল থৈ থৈ উদাসীনতা। ঝুম বৃষ্টি হলে গলা মিলিয়ে গাই ভেজা পাখির গান সরিয়ে অস্থিরতা। ২২/০৭/২০১৮
জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই!! সাইফুল আজম কাফী (জন্মঃ ২৬ শে মার্চ, ১৯৮৬) চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ নুরূন নবী মায়ের নাম লায়লা আফরোজা। সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম থেকে স্নাতকোত্তর করে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্লগঃ http://baridkantar.blogspot.com/