সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ঝুম বৃষ্টি হলে

ঝুম বৃষ্টি হলে গুম হতে চাই চঞ্চলা প্রতিটি ফোঁটায়। ঝুম বৃষ্টি হলে লুটোপুটি খেতে চাই দুষ্টোমী মেশানো শৈশবের মায়ায়। ঝুম বৃষ্টি হলে লিখে দিতে চাই এক পুকুর জল থৈ থৈ উদাসীনতা। ঝুম বৃষ্টি হলে গলা মিলিয়ে গাই ভেজা পাখির গান সরিয়ে অস্থিরতা। ২২/০৭/২০১৮ 

সংসার

যৌথ অভিমানের পাল্লা ভারী হওয়ার পরেও পরষ্পরের দিকে তাকিয়ে সুখস্মৃতি রোমন্থন করে বাকী জীবন কাটিয়ে দেবার নাম সংসার। যৌথ অভিযোগের পরিমান পাহাড় সমান হওয়ার পরেও পরষ্পরের ভুলগুলোকে ফুল ভেবে প্রতিদিন তার পরিচর্যা করে বাকী জীবন কাটিয়ে দেবার নাম সংসার। যৌথ অবিশ্বাসের গভীর ঘন আশংকার মেঘ জমে জমে যদি তুমুল ঝড় ওঠে পরষ্পরের সহানুভূতির আবেগ আর মমতাকে আশ্রয় করে ঐসব তুমুল ঝড়ের দিনগুলোতে আস্থার ভেলায় ভাসতে পারার নামই সংসার। বারিদ কান্তার ০১/০৮/২০১৮