সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অনুকবিতা

১/বড্ড বাড় বেড়েছে বন্য চাঁদের, ফাগুনছোয়া বাতাসগুলোও গান বেধেছে চঞ্চলা তিমিরের! ২/পরজীবীর হা-হুতাশ আদিখ্যেতা তুলে নাভিশ্বাস মূর্খতার ইতিহাস। ৩/সময়ের সমবর্তনে পরিবর্তন থাকে পদক তালিকায় কর্মেরা ফেটে পড়ে উল্লাসে আর মিথ্যেরা পেছনে বসে মাথা চাপকায়। ৪/আজ দিনটি হয়ে উঠতে পারে অনন্য অথবা হয়ে রবে নিতান্ত আটপৌরে। অভূতপূর্ব একটা দিনের অপেক্ষায় প্রহর গুনছে প্রহেলিকা। ৫/তেজ নিয়ে জেগেছে ভোর আড়মোড়া দিয়ে সরছে কুয়াশার চাদর উদ্দীপ্ত আহবানে চঞ্চলা শহর। ৬/আমি পৌড়া প্রাগৈতিহাস, আমাকে বাঁচাতে কর সবুজের আরাধনা! ৭/বিচলিত ক্ষণের ঝড়া পাতারা পড়ে রইল অযত্নে আর কিছু নাম না জানা পাখি উড়ে চলে গেলো বসন্তের গান গাইতে গাইতে। ৮/চাঁদ-সূরুজ তার নিজের অক্ষ বদলায়না জানি কিন্তু মানুষ তার অক্ষ বদলাচ্ছে, বদলাতে বাধ্য হচ্ছে প্রতিনিয়ত অথচ জ্যোতিষ শাস্ত্র বলে মানুষের জীবনে নাকি গ্রহাণুপুঞ্জের প্রভাব রয়েছে। ৯/বিক্রিত আর বিকৃত এর মাঝে ফারাক খুজছি! ১০/প্রাগৈতিহাসিক পলেস্তারা খসে পড়েছে ভেবে নিঃশ্বাস নিতে চেয়েছিলাম উত্তরাধুনিক সুর্বণ চরাচরে। কংক্রিটের খাবিখাওয়া দেখে মূরছা গেলে জল ছিটিয়ে জাগিয়ে সাহস যোগাত...