আজ বৃষ্টি আসবে! লাখো মানুষের হৃদয় নিঙড়ানো আকুতি শুনে অবশ্যই বৃষ্টি আসবে। তাপদাহের তীব্রতায় হাঁসফাঁস করা কচি প্রানের প্রার্থনা বৃষ্টি তোমাকে আসতেই হবে। বৃষ্টি তুমি এসো কাল বৈশাখী রুপে প্রখর উষ্ণতা প্রশমনে। ঝড়ের বেগে হু হু করা পূবালী বাতাস হয়ে এসো প্রশান্তির আলিঙ্গনে! ১৭-০৪-২০১৫
জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই!! সাইফুল আজম কাফী (জন্মঃ ২৬ শে মার্চ, ১৯৮৬) চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ নুরূন নবী মায়ের নাম লায়লা আফরোজা। সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম থেকে স্নাতকোত্তর করে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্লগঃ http://baridkantar.blogspot.com/