সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"মানব চরিত্র আর ভণ্ডামি দুটোই একে অপরের পরিপূরক"

মানুষ তুমি, তোমার মধ্যে কিছু ভাণ্ডামি তো থাকবেই! মনে তুমি লালন করো এক কথা আর প্রকাশ করো আরেক। সাক্ষাৎ হলেই হয় আবেগের উদগিরন আর আড়াল হলেই হয় নিষ্ক্রিয়। মানুষ তোমার পরিচয় ভণ্ডামিতেই! অগ্রজের অনৈতিক অধিকার খাটিয়ে করছো তুমি অনুজে বঞ্চিত। নশ্বর ধরণীর বুকে চরিত্র তোমার অভিশাপের বৈয়াম এ সঞ্চিত। ভণ্ডামি করো বলেই তো তুমি মানুষ! রিক্সায় চড়ে তুমি ভর্ত্সনা করো বড় রাস্তার প্রায় সবটুকু জুড়ে থাকা বড় বড় গাড়িগুলোর চালক কিংবা মালিককে। আবার সেই তুমিই তীব্র ভর্ত্সনায় গর্জে ওঠো রিক্সা চালকের উপর যখন তুমি চড়ে বেড়াও সু-বিশাল মোটরকার কিংবা বাসে। সাধু চরিত্রের আড়ালে গাও ভণ্ডামির গুনগান! সভা-সমাবেশ এ দরদের খৈ ফুটিয়ে করছো রাজনীতি। আবার দিনে-দুপুরেই চোখে ধুলা দাও এ কেমন ক্ষমতাপ্রীতি? বকধার্মিকের ভণ্ডামি সম্পর্কে আছে সবার জানা। ধর্মের সু-বিস্তৃত শুদ্ধতাকে কলঙ্কিত করছো তুমি আর করছো ব্যাক্তি মতবাদ এর প্রতিষ্ঠা। ধিক্কার তোমায় সরল প্রানের ধর্মভীরুতাকে কাজে লাগিয়ে ধর্মান্ধের কুসংস্কার প্রচারেই যার আস্থা। ভণ্ডামির আরও কতো রুপ আছে সবার অজানা! মজুতদারি করে করছো আয় মিশিয়ে খাদ্যে ভেজাল আর বিষাক...

"তোমাকে দেখার পর"

তোমাকে দেখার পর নিলাভ আকাশের সুদর্শনা রংধনু দেখি না। তোমাকে দেখার পর চঞ্চলা প্রজাপতির পিছে আর ছুটি না। তোমাকে দেখার পর বর্ণিল ফুলেদের তারিফ কিন্তু করি না। তোমাকে দেখার পর পড়ন্ত বেলায় গোধূলির ছবি আঁকি না। তোমাকে দেখার পর উদভ্রান্ত পাখিদের সুরেলা কিচির-মিচির শুনি না। তোমাকে দেখার পর ঝর্নার জল আর গায়ে মাখি না। তোমাকে দেখার পর দুদণ্ড শান্তি পেতে বনলতা সেনের কাছেও যাই না। তোমাকে দেখার পর হৃদয় পটে ভূমিকম্প হয় কেন তা জানি না। তোমাকে দেখার পর ভোরের শুভ্রতার মাঝে নির্লোভ আশ্রয়ও খুজিনা। তোমাকে দেখার পর শুধু তোমাকে দেখার পর প্রশ্ন করি মন চুরি হয়েছে কিনা? আমি আজো বুঝিনা। -------বারিদ কান্তার ০৪-১০-২০১৪ইং