সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

2019 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আবিসা

অনুভূতি গুলো কেমন যেন যায় না বোঝা পুরোটা। আবেগের প্রকাশ তাই হয় না সম্পন্ন অব্যক্ত থেকে যায় আধেকটা। দূরে গেলে মরে যাই কাছে এলে ভুলে যাই নিঃশ্বাসে প্রাণ ফিরে পাই স্পর্শে এলে জ্ঞান হারাই। আকুতি গুলো পৌঁছায় না যথাস্থানে আমৃত্যু ক্রন্দনেও। ভুলগুলো মার্জনার খোঁজে হয় দিশেহারা কারণ সম্পর্কের আবেদন যায় না বোঝা অত সহজে। ফিরে পেলে আস্থা খুঁজে নেবো রাস্তা মুছে দেবো গ্লানি দায় আছে যতোখানি। ১৭/০৮/২০১৯