অনুভূতি গুলো কেমন যেন যায় না বোঝা পুরোটা। আবেগের প্রকাশ তাই হয় না সম্পন্ন অব্যক্ত থেকে যায় আধেকটা। দূরে গেলে মরে যাই কাছে এলে ভুলে যাই নিঃশ্বাসে প্রাণ ফিরে পাই স্পর্শে এলে জ্ঞান হারাই। আকুতি গুলো পৌঁছায় না যথাস্থানে আমৃত্যু ক্রন্দনেও। ভুলগুলো মার্জনার খোঁজে হয় দিশেহারা কারণ সম্পর্কের আবেদন যায় না বোঝা অত সহজে। ফিরে পেলে আস্থা খুঁজে নেবো রাস্তা মুছে দেবো গ্লানি দায় আছে যতোখানি। ১৭/০৮/২০১৯
জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই!! সাইফুল আজম কাফী (জন্মঃ ২৬ শে মার্চ, ১৯৮৬) চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ নুরূন নবী মায়ের নাম লায়লা আফরোজা। সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম থেকে স্নাতকোত্তর করে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্লগঃ http://baridkantar.blogspot.com/