পার্বত্য অঞ্চলের টানাপোড়ন রাজনৈতিক হাইপ মাত্র, সেখানে মানবিক বিপর্যয় তো মিডিয়ার সৃষ্টি। কর্পোরেট রেসপন্সিবিলিটি? উনাদের শুধু মুনাফার সর্বোচ্চ চূড়াতেই আস্থা, পাহাড়ের চূড়াতে নাকি ভীষণ ভয়। আর আমরা যারা শহুরে সরীসৃপ তাদের পৃথিবী নিত্যপণ্যের বাজারদর টাঙ্গানো দেয়ালেই সীমাবদ্ধ।
জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই!! সাইফুল আজম কাফী (জন্মঃ ২৬ শে মার্চ, ১৯৮৬) চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ নুরূন নবী মায়ের নাম লায়লা আফরোজা। সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম থেকে স্নাতকোত্তর করে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্লগঃ http://baridkantar.blogspot.com/