সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হাইপ

পার্বত্য অঞ্চলের টানাপোড়ন রাজনৈতিক হাইপ মাত্র, সেখানে মানবিক বিপর্যয় তো মিডিয়ার সৃষ্টি। কর্পোরেট রেসপন্সিবিলিটি? উনাদের শুধু মুনাফার সর্বোচ্চ চূড়াতেই আস্থা, পাহাড়ের চূড়াতে নাকি ভীষণ ভয়। আর আমরা যারা শহুরে সরীসৃপ তাদের পৃথিবী নিত্যপণ্যের বাজারদর টাঙ্গানো দেয়ালেই সীমাবদ্ধ।

বাবুল-আবুল

বাবুল করসে চাষ আবুল দিসে খাই। বাবুল মরে হতাশায় আবুল বগল বাজায়। বাবুল খায় ভাতের ফেন আবুল চিকেন চাবায়। বাবুলের হাতে হ্যারিকেন ধরিয়ে আবুল আলো সাজায়। বাবুলের কাপড় ছেঁড়া আবুল পরে ভিনদেশী। বাবুলের গায়ে গন্ধ পেয়ে আবুল মাখে সুগন্ধি। বাবুলরা বাঁচে সংগ্রামে আর আবুলরা খায় লিকার। বাবুলের পথ বন্ধুর হলেও আবুলের নেই বিকার। ১৯ই জ্যৈষ্ঠ ১৪২৪