ঐতো দেখা যায় মেঘ হবে কি বৃষ্টি অনেক? ভরসা রাখুন বৃষ্টিতে অথবা নব সৃষ্টিতে মূর্খরা গলা ফাটিয়ে অন্ধকারের গান শোনাক। মরীচিকা দেখি রোদ্দুরে সম্মুখে বিশাল সমুদ্দুর অস্তগত বিবেক নিয়ে রাষ্ট্র ঘুমিয়ে থাক। ছাপোষা চাকরী নিয়ে কেরানি খোঁজে চাঁদ কলম হাতে নিলেই হাসে বিদ্যুত-বিভ্রাট।
জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই!! সাইফুল আজম কাফী (জন্মঃ ২৬ শে মার্চ, ১৯৮৬) চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ নুরূন নবী মায়ের নাম লায়লা আফরোজা। সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম থেকে স্নাতকোত্তর করে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্লগঃ http://baridkantar.blogspot.com/