সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পাকিস্তান ভক্ত বন্ধুদের বলছি.....

পাকিস্তান ভক্ত বন্ধুদের বলছি, আপনারা নিশ্চয় খুশি হবেন যখন পাকিস্তানিরা আবার আপনাদের আমন্ত্রনে আসবেন, বসবেন এবং খোশ গল্পে মেতে উঠবেন, এবং আবার সেই ৫২ ও ৭১ এর পুনরাবৃত্তি ঘটবে নিশ্চয় তখন আপনারা আপনাদের প্রিয় নেতা কাদের মোল্লা মত বিভক্ত পাকিস্তান কে এক করার কাজে নেমে পড়বেন তাইনা? যখন পাকিস্তানের জঙ্গি সংঘটন বাংলাদেশ দূতাবাস হামলার হুমকি দেয়, তখনও কি আপনার মধ্য দেশ প্রেম কাজ করে না? যখন পাকিস্তানের পার্লামেন্টে বাংলাদেশ কে তিরস্কার করে বক্তৃতা দেওয়া হয় তখনও কি আপনাদের মনে হয় না এই পাকিস্তান কখনো আমাদের বন্ধু হতে পারেনা। আরে ভাই যে দেশে মিনিটে মিনিটে বোমায় মানুষ মরে সেই দেশ আইসে আরেক দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাইতে, এরেই বলে হ্যিপক্রেট জাতি। 20-12-13

কচি প্রানে বিষ ঢেলে দেয় নিন্দিতে বাংলায়

শকুনের রক্তচক্ষু পড়েছিল বাংলায় তাজা প্রানের বিনাশ হল সেই অশুভ ছায়ায়। শকুনের প্রেতাত্মারা আজো আছে আশায় কচি প্রানে বিষ ঢেলে দেয় নিন্দিতে বাংলায়।  ১২-১২-২০১৩

পলটি মারে Tumble কিং

পলটি মারে Tumble কিং বুবুজিরা নিদ্রাহীন আমজনতা সংজ্ঞা খুঁজে সকাল দুপুর রাত্রি দিন। এইটা করলেন তিনি কি? চলমান দাবানলে তিনি কেন ঢেলে দিলেন ঘি? বঙ্গভবন স্বপ্নে তার কড়া নাড়ে অহর্নিশ বুবুজিদের আঁচল ধরে কভু হয় যদি দেখা কার্নিশ। ০৫-১২-২০১৩