পাকিস্তান ভক্ত বন্ধুদের বলছি, আপনারা নিশ্চয় খুশি হবেন যখন পাকিস্তানিরা আবার আপনাদের আমন্ত্রনে আসবেন, বসবেন এবং খোশ গল্পে মেতে উঠবেন, এবং আবার সেই ৫২ ও ৭১ এর পুনরাবৃত্তি ঘটবে নিশ্চয় তখন আপনারা আপনাদের প্রিয় নেতা কাদের মোল্লা মত বিভক্ত পাকিস্তান কে এক করার কাজে নেমে পড়বেন তাইনা? যখন পাকিস্তানের জঙ্গি সংঘটন বাংলাদেশ দূতাবাস হামলার হুমকি দেয়, তখনও কি আপনার মধ্য দেশ প্রেম কাজ করে না? যখন পাকিস্তানের পার্লামেন্টে বাংলাদেশ কে তিরস্কার করে বক্তৃতা দেওয়া হয় তখনও কি আপনাদের মনে হয় না এই পাকিস্তান কখনো আমাদের বন্ধু হতে পারেনা। আরে ভাই যে দেশে মিনিটে মিনিটে বোমায় মানুষ মরে সেই দেশ আইসে আরেক দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাইতে, এরেই বলে হ্যিপক্রেট জাতি। 20-12-13
জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই!! সাইফুল আজম কাফী (জন্মঃ ২৬ শে মার্চ, ১৯৮৬) চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ নুরূন নবী মায়ের নাম লায়লা আফরোজা। সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম থেকে স্নাতকোত্তর করে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্লগঃ http://baridkantar.blogspot.com/